
ডা. এ. আই. জোয়ারদার উনি কি ডাক্তার না কসাই?
প্রতিষ্ঠান: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, যাত্রাবাড়ী শাখা
চিকিৎসা যেন এখন শুধুই অর্থ উপার্জনের মাধ্যম! এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যাত্রাবাড়ীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ. আই. জোয়ারদারের বিরুদ্ধে। রোগীর অভিজ্ঞতা বলছে—তিনি শুধু ফি নেন, চিকিৎসা দেন না!
সম্প্রতি ফয়সাল মাহমুদ নামের এক হৃদরোগী ‘আশা’ নিয়ে যান ডা. জোয়ারদারের চেম্বারে। ১,০০০ টাকা ফি নেওয়া হলেও তিনি কোনো প্রেসক্রিপশন দেননি, এমনকি কোনো পরামর্শও না দিয়ে মাত্র ২ মিনিটে রোগীকে বের করে দেন। হতভম্ব ফয়সাল বলেন, “আমি তো গিয়েছিলাম সেবা পাওয়ার আশায় উনি যেন আমাকে দেখে বিরক্ত হলেন।”
⛔ এই প্রথম নয়
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযোগ নতুন নয়। একাধিক রোগী এর আগেও এমন আচরণে হতাশ হয়েছেন। অভিযোগ রয়েছে, ডা. জোয়ারদার কেবলমাত্র অর্থ গ্রহণ করেন, কিন্তু তার পেশাগত দায়িত্ব পালন করেন না। অনেকেই বলছেন, তিনি একজন “...