
ফটিকছড়িতে কিশোরকে পিটিয়ে হত্যা: পাঁচজনের নামে মামলা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে গণপিটুনিতে এক কিশোর নিহত ও দুই কিশোর আহত হওয়ার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত কিশোরের মা খাদিজা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত সাতজনসহ মোট বারো জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তাররা হলেন—মুহাম্মদ নোমান (২২) ও মুহাম্মদ আজাদ (২৩)। তারা দুজনই ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অপর তিন আসামি হলেন নাজিম উদ্দিন, মোহাম্মদ তৈয়ব ও মহিউদ্দিন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “ঘটনার পরই অভিযান চালিয়ে নোমান ও আজাদকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদেরও শিগগিরই ধরা হবে।”
স্থানীয় সূত্র...