ফেনীর দাগনভূঞায় বাজারের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় লাঠিসোঁটা হাতে এক পক্ষ। আজ দুপুরেছবি : সংগৃহীত
ফেনীর দাগনভূঞা উপজেলায় বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩৬ জনকে আটক করেছে।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দাগনভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো.হানিফ, পৌর যুবদলের সদস্য মো. রিয়াজ, মো. ইব্রাহিম, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী, রামনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক, পৌর যুবদলের সদস্য হাসান, রাজু, শামীম। তাঁরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।