
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আলাদা ঘটনায় কীটনাশক ও মালিশের ওষুধ পানে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—মরিয়ম আক্তার (১৫ মাস) ও মুজাহিদ (৩)।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে মরিয়মকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে মুজাহিদের দাফন সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চর-আলগী গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে মরিয়ম ভুলবশত ফসলের ক্ষেতে ব্যবহৃত কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মারোয়াকালী গ্রামের সঞ্জু মিয়ার ছেলে মুজাহিদ বুধবার রাতে খেলতে খেলতে দাদার পায়ের ব্যথার জন্য রাখা মালিশের করফুল ওষুধ খেয়ে ফেলে। এতে অসুস্থ হয়ে পড়ে সে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, একই দিনে দুই শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।