
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। প্রধান অতিথি হওয়ার কথা থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। আলোচনার শুরুতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)।
তার বক্তব্য শেষ হতেই মিছিল নিয়ে একদল ব্যক্তি ভেতরে ঢুকে পড়েন। তারা বৈঠকের ব্যানার ছিঁড়ে ফেলে অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ অন্তত ১৬ জনকে আটক করে।
এরপর সন্ধ্যার পর থেকেই ফেসবুকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ সংলগ্ন লতিফ সিদ্দিকীর বাড়িতে আগুন লাগানোর ও লুটপাটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দাউ দাউ করে জ্বলতে থাকা একটি ভবন ও ভিড় করা মানুষকে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লতিফ সিদ্দিকীর বাড়ি হিসেবে উল্লেখ করা হলেও যাচাই করে দেখা গেছে—এটি সম্পূর্ণ ভুয়া ও গুজব।