Crimer Sondhane

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন, ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ হবে নতুন পরিচয়

আজ মঙ্গলবার বকশীবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

মহাপরিদর্শক জানান, কারাগার কেন্দ্রিক সংশোধন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট আইন-কানুন যুগোপযোগী করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী রয়েছে। বন্দীদের স্থান সংকুলানের জন্য নতুন দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি ভাগ করা হয়েছে।

কারা ব্যবস্থায় দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করতে সরকার নতুন জনবল অনুমোদন দিয়েছে। আরও দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে। এছাড়া, বন্দীদের সেবার মান উন্নত করতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *