Crimer Sondhane

ঢাকায় ফ্রি পোস্টার বোর্ড কার্যক্রমের উদ্বোধন

রাজধানীর মিরপুরের তালতলায় ফ্রি পোস্টার বোর্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার (২৪ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

মোহাম্মদ এজাজ বলেন, “যত্রতত্র ব্যানার-ফেস্টুনে শহরকে জঞ্জালে পরিণত করা হচ্ছিল। আমরা শুরু থেকেই ঘোষণা দিয়েছিলাম—অবৈধভাবে লাগানো সব ব্যানার-ফেস্টুন অপসারণ করা হবে। সেটি আমরা নিয়মিতভাবে করছি।”

তিনি আরও জানান, রাজনৈতিক দল, বিভিন্ন প্ল্যাটফর্ম ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সিটি কর্পোরেশনের কাছে নির্দিষ্ট স্থানে পোস্টার লাগানোর সুযোগ চেয়েছিল। সেই অনুরোধের প্রেক্ষিতেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শহরের ২৫টি স্থানে ফ্রি পোস্টার স্ট্যান্ড তৈরি করে দিয়েছে।

প্রশাসক বলেন, “যারা বিজ্ঞাপন দিতে চান, রাজনৈতিক, বাণিজ্যিক বা ব্যক্তিগত পোস্টার লাগাতে চান, তারা এখন থেকে এসব নির্দিষ্ট ফ্রি স্ট্যান্ডে পোস্টার লাগাতে পারবেন। এ জন্য কোনো টাকা দিতে হবে না।”

তবে নির্ধারিত স্থানের বাইরে পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। এমনকি প্রয়োজনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করা হবে।

আগামী এক সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় থাকা সব অবৈধ ব্যানার-পোস্টার অপসারণ করা হবে বলেও জানান মোহাম্মদ এজাজ। “এরপরও কেউ শহরকে নোংরা করলে তাদের বিরুদ্ধে কমার্শিয়াল রেটে চার্জ আরোপ করা হবে,” যোগ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *