
ভারতের উত্তর প্রদেশের চিত্রকুটে স্বামীর সঙ্গে অভিমান করে তিন সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক নারী। এতে ওই নারী ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। অপর এক সন্তানের অবস্থা আশঙ্কাজনক বলে রোববার (২৪ আগস্ট) জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
পুলিশ জানায়, নিহত নারীর নাম জ্যোতি। তিনি নিয়মিত তামাক ও পানমসলা সেবন করতেন। শনিবার সন্ধ্যায় এসব কেনার জন্য স্বামী বাবু যাদবের কাছে টাকা চান তিনি। বাবু টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরে অভিমান করে জ্যোতি তিন সন্তানকে নিয়ে বিষপান করেন। কিছুক্ষণ পর বাবু বাড়ি ফিরে এসে স্ত্রী ও সন্তানদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই প্রতিবেশীদের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জ্যোতি ও তার দুই সন্তানকে মৃত ঘোষণা করেন। অপর সন্তান আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
প্রতিবেশীরা জানান, জ্যোতি নিয়মিত পানমসলা ও তামাক খেতেন। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শনিবারও ঝগড়ার জেরে বাবু কাজে চলে গেলে জ্যোতি চরম সিদ্ধান্ত নেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।