Crimer Sondhane

খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন যুবদল নেতা এসএম শামিম (৩৭)। শুক্রবার রাত ৯টার দিকে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঠারো মাইল গরুহাট এলাকায় তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শামিম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামপুর ইউনিয়নের উতলী গ্রামের আব্দুল গফফারের ছেলে। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামিম দীর্ঘদিন ধরে স্ত্রী, এক সন্তান ও মাকে নিয়ে আঠারো মাইল বাজার এলাকায় বসবাস করতেন। সেখানে তিনি একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করতেন। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। পরে স্থানীয়রা বাড়ির পাশে নির্জন স্থানে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারও মরদেহ শনাক্ত করেছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। খুনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *