
চট্টগ্রাম আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতা ২০২৫। শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয় স্কুল–কলেজের শিক্ষার্থীরা।
ফিউচার ইনোভেটর্স সিনিয়র ক্যাটাগরিতে ‘মাভেরিক নেক্সাস’ ও ‘নেরেটিক নেক্সাস’, জুনিয়র ক্যাটাগরিতে ‘দ্য ইনোভেটরস’ ও ‘জেডা ২০২৫’ বিজয়ী হয়েছে। অপরদিকে রোবো মিশন জুনিয়র ক্যাটাগরিতে জয় পেয়েছে ‘রোবো সল্ভার’। এসব বিজয়ী দলসহ মোট ১৪টি দল আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রাম ও রংপুরে আঞ্চলিক পর্ব আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৮ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা চারটি বিভাগে—ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন ও রোবোস্পোর্টসে—অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউ উপাচার্য এম এম নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন আসিফ ইকবাল এবং রেজিস্ট্রার আঞ্জুমান বানু। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকমণ্ডলী।
জাতীয় পর্বে সেরা দলগুলো নির্বাচিত হলে তারা আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫–এর চূড়ান্ত আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
এই আয়োজনের সার্বিক সহযোগিতা করছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) ও বিডিওএসএন।