
২০১৮ সালের নির্বাচনে রাতেই ব্যালট বাক্স ভরে রাখার পরিকল্পনা করেছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী—এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
মামুনের বক্তব্যে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য—গুম, নির্যাতন এবং ক্রসফায়ারের মতো অবৈধ কার্যক্রমের নির্দেশনা নাকি সরাসরি এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। সামরিক উপদেষ্টাদেরও এসব বিষয়ে ভূমিকা ছিল বলে দাবি করেছেন তিনি।
এই তথ্য উঠে আসায় আবারও প্রশ্ন উঠছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহার ও নিরপেক্ষতার বিষয়ে।