দক্ষিণাঞ্চলের উপকূলজুড়ে ছড়িয়ে থাকা স্লুইসগেটগুলো নির্মাণের পর কেটে গেছে কয়েক দশক। ২ হাজার ৬৮৬টি স্লুইসগেটের প্রায় অর্ধেকই এখন অচল। জরাজীর্ণ জলকপাট দিয়ে প্রতিবছর অনায়াসেই ঢুকে পড়ছে লবণাক্ত পানি। বিলীন হচ্ছে ফসলি জমি ও মাছের ঘের, এমনকি ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতভিটাও। পানি উন্নয়ন বোর্ডের দাবি, প্রকল্প জমা দেয়া আছে। পাস হলে, সংস্কার ও নতুন করে নির্মাণ কাজ শুরু হবে।