মে ৬, ২০২৫ by crimersondhane@gmail.com শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ যুব দল। তবে পরের ম্যাচেই ধাক্কা খেল আজিজুল হাকিমের দল। কলম্বোয় আজ (৫ মে) সিরিজের পঞ্চম ম্যাচে ২৭ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।