নীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে বেলাল হোসেন (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, বেলাল হোসেন দীর্ঘদিন ধরে ফেনীর ছাগলনাইয়া ও আশপাশে এলাকায় দিনমজুরের কাজ করতেন। শনিবার ফেনীর পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে তিনি ধান কাটতে যান। বিকেলে হঠাৎ ওই এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে থাকে। এসময় বজ্রপাতে ধানক্ষেতে লুটিয়ে পড়েন বেলাল। পরে তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।