ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেনী রেলস্টেশনের অদূরে গোডাউন কোয়ার্টার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনির আহমেদ (৬৫)। তিনি ফেনী সদর উপজেলা
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া আটটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ওই বৃদ্ধ কাটা পড়েন। তাঁর মাথার একটি অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত বৃদ্ধের পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। সকালে তাঁর পরিচয় শনাক্ত হয়। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
র ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা।