Crimer Sondhane

নেইমারের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন অভিনেতা পলাশ!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তার কাজের গুণে প্রশংসা কুড়াচ্ছেন দর্শকের কাছে। সম্প্রতি তিনি পেয়েছেন বিশেষ একটি উপহার। ব্রাজিলিয়ান ফুটবলার ও তার ইনস্টিটিউটের কাছ থেকে এটি পেয়েছেন তিনি।

পহারটি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু প্রবাসী বাংলাদেশি ও সামাজিক সংগঠক রবিন মিয়া, যিনি নেইমারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।


এমনকি নেইমারের সঙ্গে নানা ইভেন্টে তাকে দেখা যায় রবিনকে। সেই রবিন সেলিব্রিটি ক্রিকেট খেলতে এখন ঢাকায়। আর ঢাকায় ফিরেই তাকে দেখা গেলো ব্রাজিল ফুটবল দল ও নেইমারের একনিষ্ট ভক্ত পলাশের সাথে!

 
এসময় পলাশের হাতে তুলে দিলেন বিশেষ উপহার! যেটি নিয়ে আবার একটি ভিডিও পোস্টও করেছেন পলাশ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *