
গাজীপুর সদর উপজেলায় অভিনব কৌশলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
সোমবার (৫ মে) দুপুরে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দিগদা আমতলি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন: নওগাঁ জেলার মান্দা থানার তুলসিরামপুর গ্রামের এছের আলীর ছেলে মিলন (৩৪) এবং একই থানার চক উলী গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মোস্তাক আহমেদ (২৩)।